কমলগঞ্জ প্রতিনিধি: ধর্ষণ মামলার স্বাক্ষী হওয়ায় আসামী কর্তৃক এক প্রতিবন্ধীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের বৈদ্যনাথপুর-রাঙ্গাটিলা গ্রামের প্রতিবন্ধী ব্যবসায়ী সাইফুল ইসলাম এই অভিযোগ করেন।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ ইউনিটের শমশেরনগরস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তবে অভিযোগ বিষয়ে নিজাম উদ্দীন হুমকির ঘটনার অস্বীকার করে বলেন, মিথ্যা ধর্ষণ মামলা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ তোলা হয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, পতনউষার ইউনিয়নের বৈদ্যনাথপুর-রাঙ্গাটিলা গ্রামের আক্তার আলী ২০১৮ সনের ১৩ সেপ্টেম্বর কমলগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলার বাদী আক্তার আলী আমাকে স্বাক্ষী করার কারণে মামলার আসামী নিজাম উদ্দীন, সাজিদ মিয়া, জাহাঙ্গির আলী, শাহিন আলী ও তাদের আত্মীয় মঈন উদ্দীন, সালাউদ্দিন, রিয়াজ উদ্দীন, শিপা বেগম, শিল্পী বেগম, জে কলি,স্বাক্ষী না দেওয়ার জন্য আমাকে হুমকি ধামকি দিচ্ছেন।
তাদের হুমকি ধামকির বিষয়ে আমি গত ১৫ ডিসেম্বর মৌলভীবাজার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়ের করি। মামলা দায়েরের পরও আসামীরা আমাকে নানাভাবে হুমকি ধামকি ও আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াতে তারা নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা আমাকে রাস্তাঘাটে মেরে ফেলার চেষ্টায় লিপ্ত। তাদের হুমকি ধামকিতে তিনি আতঙ্কগ্রস্ত বলে দাবি করেন। জানমালের নিরাপত্তা রক্ষায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযোগ বিষয়ে নিজাম উদ্দীন বলেন, আমার মাছ ধরার একটি খাদে সাইফুল ইসলাম সবসময় কাঁচের বোতল ফেলে রাখে। মাছ ধরার সময় বোতলের আঘাতে পা ক্ষতবিক্ষত হয়। বিষয়টি সাইফুলের ভাইসহ জনপ্রতিনিধিদের অবহিত করি। এবছর আবার বোতল ফেলার কারণে আমি পতনঊষার ইউনিয়ন গ্রাম আদালতে সাইফুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। এই মামলা দায়েরের পরই সাইফুল আমাদের বিরুদ্ধে আদালতে মামলা ও মিথ্যা অভিযোগ তুলছে।