স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জের বিভিন্ন চা বাগানে শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত রোববার রাতে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ পাত্রখোলা, মাধবপুরসহ বিভিন্ন চা বাগানে ঘুরে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
এ সময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।