স্টাফ রিপোর্টার: কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে নিখোজের ২দিন পর গভীর কুপে সুমাইয়া(১২) নামের একটি মেয়ের লাশ মিলল।
উদ্বারে কাজ করছে কমলগঞ্জ থানা ও এলাকাবাসী। স্থানীয় সুত্রে জানা যায়,গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার মেয়েটি রাতের খাবার খেয়ে ঘর থেকে বের হলে আর ঘরে ফিরে আসেনি। ২৮ ডিসেম্বর শনিবার দুপুরে নাসিমা আক্তার নামের একজন মহিলা কুপের ভীতর লাশ দেখতে পেয়ে বাড়ীর অন্যান্য সদস্যদের জানান। কুপটির গভীরতা প্রায় ৭০ ফুট হবে। পরে ঘটনাটি জানার পর কমলগঞ্জ থানার পুলিশ ক’প থেকে লাশ উদ্বারের টেষ্টা করে ব্যর্থ হয়।
পরে লাশ উদ্বারের জন্য ফায়ায় সার্ভিসের সদস্যদের সহযোগিতা চাওয়া হয়। এ সংবাদ লেখার সময় বিকাল ৫টায় পর্যন্ত লাশ উদ্বারে কাজ করছে কমলগঞ্জ থানা ও ফায়ার সার্ভিসের সদস্যরা।