মাগুরায় ধরা পড়ল মেছোবাঘ

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: মাগুরা সদরের গোপালগ্রাম ইউপির শিয়ালজুড়ি গ্রামে স্থানীয়দের হাতে একটি মেছোবাঘ ধরা পড়েছে। শনিবার রাতে ওই গ্রামের সুধির দাসের বাড়ির পাশে নবগঙ্গা নদীর পাড়ে রাখা খাঁচায় এটি ধরা পড়ে।

এ ব্যাপারে সুধির দাসের ছেলে সুখদেব দাস জানান, অনেক দিন ধরে বাড়ির হাঁস ও মুরগিকে শিয়াল এবং বনবিড়াল আক্রমণ করছিল। এতে অতিষ্ঠ হয়ে বাড়ির পাশের আম বাগানে বড় আকৃতির একটি বাঁশের খাঁচা রাখি। আর সেই খাঁচাতে মেছোবাঘটি ধরা পড়ে। খবর পেয়ে এলাকার অনেক মানুষ বাঘ দেখতে ছুটে আসেন। সেই সঙ্গে খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরাও।

ক্যাম্পের ইন্সপেক্টর বিশারুল ইসলাম জানান, এটি দেখতে অনেকটাই মেছোবাঘের মতো। এটিকে দ্রুত বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরে পাঠাবো। তারা প্রাণীটিকে শনাক্ত করবে।