মৃত জামাইকে দেখতে গিয়ে লাশ হলেন শ্বশুরসহ তিনজন

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: নীলফামারীর কিশোরগঞ্জে মৃত জামাইকে দেখতে যাওয়ার পথে বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা শ্বশুরসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।

শুক্রবার ভোরে উপজেলার রংপুর-ডোমার-পঞ্চগড় সড়কের অবিলের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার জলঢাকা উপজেলার খারিজা গোলনা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলাম ও আনোয়ারা বেগম। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। আহতদের বাড়িও একই গ্রামে।

কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ জানান, জহুরুল ইসলামের জামাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে জহুরুলসহ স্বজনরা মাইক্রোবাসে মোকামতলায় জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন। অবিলের বাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা আজিজ ট্রাভেলসের একটি বাস তাদের মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জহুরুল ও তার বোন আনোয়ারা নিহত হন। আহত হন মাইক্রোবাসের চালকসহ আরো নয়জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।