স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে বিষ খাওয়ার ৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ১ ট্রলি চালকের মৃত্যু হয়েছে।
ট্রলি চালকের আক্তার হোসেন (২২) মাধবপুর ইউনিয়নের ইসলামাবাদ পারুয়াবিল এলাকার ২০ বছর আগে নিঁখোজ হওয়া সাজুল মিয়ার ২য় ছেলে। মৃত আক্তার হোসেনের মামা কনা মিয়া জানায়, সম্প্রতি আক্তার হোসেনের এর প্রবাসী স্ত্রী রুবি বেগম (২০) দেশে ফেরার কিছুদিন পর স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দিলে রুবি শ্রীমঙ্গল উপজেলার কাঁকিয়ার বাজারস্থ বাবার বাড়িতে চলে যায়। গত সপ্তাহে আক্তার শশুরবাড়িতে স্ত্রীকে আনতে গিয়ে বিষ খাওয়ার পরে শ্রীমঙ্গল কালিঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার শশুড় বাড়ির লোকজন। ডাক্তার আক্তারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৩ দিন চিকিৎসার পর তাকে মাধবপুর নিয়ে আসি। বাড়ি নিয়ে আসার একদিন পর আক্তারের অবস্থার অবনতি হলে তাকে পুনরায় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় (৬ ডিসেম্বর)রবিবার রাতে মারা যায়।
আক্তারের পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, বাড়িতে আনার পর ঈশারায় বলে, স্ত্রী ও শশুর বাড়ির লোকজনের সাথে ঝগড়াঝাঁটি হওয়ায় শশুড় বাড়ির লোকজন তাকে মারপিট করেছিলো।
মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুস্প কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষের লোকজন আমাকে বিষয়টি জানিয়েছে। যেহেতু আক্তার মারা গেছে ময়না তদন্তের রিপোর্টের পরই বুঝা যাবে ঘটানাটি আসলে কি ঘটেছিল।