শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় দরিদ্র শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার বিকালে শ্রীমঙ্গলের প্রবাসী ও স্থানীয়দের সমন্বয়ে গঠিত সমাজসেবামূলক প্রতিষ্ঠান গ্লোবাল শ্রীমঙ্গল এর পক্ষথেকে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদ শ্রীমঙ্গল এর সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের সভাপতি শেখ সারোয়ার জাহান জুয়েলের সভাপতিত্বে ও সহসভাপতি নিপেষ ঘোষের সঞ্চালনায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহিয়া, অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের উপদেষ্টা মাহবুব রেজা, অধ্যাপক অবিনাশ আর্চায, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার,৮নং ওর্য়াড আওয়ামীলীগ সভাপতি মোঃ ইকবাল, মাওলানা এম রহিম নোমানীসহ গ্লোবাল শ্রীমঙ্গল এবং অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ। এসময় অসহায় দরিদ্র ও পঙ্গু ২০০ জন নারীপুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।