কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২০ সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা মধ্যে দিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শেষ হয়।
শনিবার সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের ক্যাম্পাসে একটানা ভোট গ্রহণ অনুষ্টিত হয়েছে। জানা গেছে, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ১০১৩ জন। তিনটি প্যানেলের প্রার্থীর মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়ার প্যানেল ১৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে সোলেমান মিয়া ৪র্থ বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আমির আলি প্যানেল প্রাপ্ত ভোট ৮৭২। সোলেমান মিয়া প্যানেলের মো. জুনেদ মিয়া, দুলাল ছত্রী,ফরিদ মিয়া ও রাজিব অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছে। তারা হলেন, সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে প্রমিলা সিনহা,বীনা ঘোষ ও দেওন্তী তেলী নির্বাচিত হন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা সামছুন নাহার পারভীন বলেন, ‘শান্তিপূর্ণ ও সুষ্ট পরিবেশে ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের ব্যবস্হাপনা কমিটি গঠন-২০২০ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে তিন টি প্যানেল অংশ গ্রহন করে, অভিভাবকদের ভোটে সর্বোচ্চ ১৫৭২ ভোটে স্কুল পরিচালনা কমিটির সাবেক সোলেমান প্যানেল পুনরায় নির্বাচিত হয়েছে।