আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের মারিব শহরের এক সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। ঘটনায় ৬০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো অনেকে।
শনিবার সন্ধ্যায় সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে। আল এখবারিয়া টেলিভিশন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এই হামলাটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো হয়েছে।
ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০১৫ সাল থেকে ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর আল-হাদির সরকারকে সহায়তার জন্য হুথিদের বিরুদ্ধে লড়াই করছে তারা।
তবে আনুষ্ঠানিকভাবে এখনো এই হামলার দায় স্বীকার করেনি হুথিরা।
সূত্র- রয়টার্স