শ্রীমঙ্গল সংবাদদাতা: সিলেট লালাখাল চা বাগান থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে । বানরটিকে শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে বানরটি হস্তান্তর করা হয়।
জানা যায় সিলেটের লালাখাল এলাকায় স্থানীয় জনতার হাতে বানরটি আটক হয়।পরে শ্রীমঙ্গল সোনাছড়া চা বাগানের মেম্বার সিউধনীর সহযোগিতায় বানরটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান বানরটি শারীরিক ভাবে দুর্বল কারণ দুইদিন সে কিছুই খায়নি। সুস্থ হওয়ার পর সুবিধামত সময়ে অবমুক্ত করা হবে ।