আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে পরপর তিনটি রকেট হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।
নিউ ইয়র্ক পোস্ট জানায়, রকেটগুলি মার্কিন দূতাবাসের কাছাকাছি আঘাত করার পরপরই গ্রিন জোন জুড়ে সাইরেন শোনা যায়। হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর জানা যায়নি।
বাগদাদে ড্রোন হামলায় শীর্ষ ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রতিশোধ নিতে তেহরান ইরাকি ঘাঁটিগুলোতে আমেরিকান সেনাদের আস্তানা লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র চালায়।