কমলগঞ্জের বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা উযযাপন

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: উদ্দীপনার মধ্য দিয়ে উযযাপন করা হয়েছে। বিদ্যাদেবীর এই পূজাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীসহ ভক্ত পূর্ণার্থীদের ঢল নামে।

পূজা চলাকালীন সময় ঢাকের শব্দ আর উলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে প্রতিটি পূজা মন্ডপ। পূজা শেষে ভক্তদের মধ্য প্রসাদ বিতরণ করা হয়। এ বছর কমলগঞ্জ উপজেলায় কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়,মাধবপুর উচ্চ বিদ্যালয়, তেঁতইগাও রশীদ উদ্দিন উচ্চ বিদ্যালয়,ভান্ডাড়িগাঁও উচ্চ বিদ্যালয়, মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, হাজী মো. উস্তায়ার আলী বালিকা উচ্চ বিদ্যালয়, এমটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়, আম্বিয়া কেজি স্কুল, উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সরস্বতী পূজা পালিত হয়।

বিভিন্ন মঠ-মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব সংগঠন মিলিয়ে প্রায় সাড়ে ৫ শতাধিক মন্ডপে একযোগে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে