কমলগঞ্জে আলীনগর সমাজ কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে বিশিস্ট সমাজসেবক মো. ঈমান উদ্দিনের সৌজণে কামুদপুর গ্রামে অর্ধশতাধিক হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র হিসাবে চাদর বিতরণ করেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. জুয়েল আহমদ।

আলীনগর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক শাহীন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল কৈরীর সঞ্চালনায় শীতবস্ত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবলু, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি জহিরুল ইসলাম ও বিশিস্ট সমাজসেবক মো. ঈমান উদ্দিন।

অনুষ্ঠানে আলীনগর ইউনিয়নের অর্ধশতাধিক দরিদ্র শীতার্থদের মধ্যে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়।