দাউদাউ করে জ্বলছে আসামের বুড়ি দিহিং নদী

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: আগুনের ভয়াবহ লেলিহান শিখা ও প্রকাণ্ড ধোঁয়া উড়ছে আসামের একটি ছোট্ট নদী থেকে। এই নদীতে দু’দিন আগে একটি অপরিশোধিত তেলের পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর নদীতে ছড়িয়ে পড়া তেলে আগুন ধরে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গুয়াহাটি থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের নাহারকাটিয়া শহরের দিব্রুগড় জেলার ছোট্ট নদী বুড়ি দিহিংয়ে গত শনিবার আগুন ছড়িয়ে পড়ে।

ভারতীয় তেল কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রীয় তেলের পাম্পে বিরল যান্ত্রিক ত্রুটির কারণে পাইপলাইনে লিকেজের ঘটনা ঘটে। আসামের উচু অঞ্চলের তেলক্ষেত্র থেকে সব অপরিশোধিত তেল ওই পাইপলাইনের মাধ্যমে সংগ্রহ করা হয়।

কর্তৃপক্ষের দাবি, বুড়ি দিহিং নদীর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিভিয়ে ফেলতে ঘটনাস্থলে একদল বিশেষজ্ঞ কাজ করেছেন। নদীতে অপরিশোধিত তেল ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা আগুন ধরিয়ে দিতে পারেন বলে অভিযোগ করেছে তেল কর্তৃপক্ষ।

কর্মকর্তারা বলেছেন, অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে এ ঘটনায় স্থানীয় বাস্তুসংস্থানে মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।