সব ক্ষেত্রে নারীরা এগিয়ে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০

ধলাই ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নারীরা এক সময় অনেক কাজ করেও পিছিয়ে ছিল। বর্তমানে উন্নয়ন, অগ্রগতি ও জীবনযাপনে তাদের অংশগ্রহণ বেড়েছে। নারীরা এখন সব ক্ষেত্রে এগিয়ে। তাদের সব কার্যক্রমে বিশেষ অবদান রেখেছে সরকার।

শুক্রবার দুপুরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উদ্যমী নারী এসএমই মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদপুর চেম্বার অব কমার্স ও অন্সরা ইন্টারন্যাশনাল এর আয়োজন করে।

চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিমের সভাপতিত্বে মেলায় বক্তব্য রাখেন পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এডিসি আব্দুল্লাহ আল মাহমুদ জামান, ভারপ্রাপ্ত এসপি মো. মিজানুর রহমান প্রমুখ।