কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (২৯শে ফের্্ুরয়ারি) রাত ৯ টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের গ্রামীন ব্যাংকের সম্মুখ থেকে আটক করা হয়। জানা যায়, মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ডিউটি চলাকালীন সময়ে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের অবস্থিত গ্রামীন ব্যাংক আদমপুর শাখার গেইট থেকে মোঃ মছব্বির( ৪৭) নামে মাদক এক ব্যবসায়ীকে আটক করা হয়। মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের ইনচার্জ বিনয় ভূষণ রায় ১০ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করেন।