যুক্তরাষ্ট্রে করোনায় ১৩৭ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার আরো ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১৩৭ বাংলাদেশি মারা গেলেন। একদিনে আক্রান্ত হয়েছেন ২৬ হাজারের বেশি মানুষ, মারা গেছেন দেড় হাজার।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে এক লাখ ১৯ হাজার ৭০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২৫ হাজার ১৯০ জন। চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৪৭ হাজার ৮৩৩ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকেই বর্তমানে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৮৭ হাজার ১৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬৪৪ জনের।

যুক্তরাষ্ট্রে প্রতিদিন অসংখ্য বাংলাদেশিসহ কোভিড নাইনটিনে আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন হাজার হাজার মানুষ। দেশজুড়ে লকডাউনের কারণে দুই কোটিরও বেশি মানুষ বেকার হয়ে পড়েছেন। ইতোমধ্যে তাদের মোটা অঙ্কের বেকার ভাতা দেয়া শুরু করেছে সরকার।