ধলাই ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার শহরের বাসা থেকে ২ টন ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে ইউএনও কানিজ ফাতেমার তত্ত্বাবধানে পিকআপভ্যান দিয়ে চালগুলো উদ্ধার করে উপজেলার গোডাউনে নিয়ে রাখা হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে চালগুলো চাঁদপুর সিএসডি গোডাউন থেকে নারী ভাইস চেয়ারম্যান শহরের ট্রাকরোড এলাকার পালপাড়ায় তার নিজ বাসায় নিয়ে রাখেন।
সরকারি ত্রাণের চাল নারী ভাইস চেয়ারম্যান নিজ বাসায় এনে রাখার বিষয়টি বিভিন্ন সূত্রে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংস্থা জানতে পারে। এরপর ওই চাল তার বাসা থেকে নিয়ে আসার জন্য নির্দেশ দেয়া হয়। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা এসে চালগুলো ট্রাকে উঠিয়ে উপজেলায় নেয়ার প্রস্তুতি দেখতে পান।
খবরে পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি সানজিদ ঘটনাস্থলে আসেন এবং ওই বাসায় ত্রাণের চালের মওজুদের বিষয়ে খোঁজ খবর নেন।
চাঁদপুর সদর উপজেলার একজন ইউপি চেয়ারম্যান জানান, সরকারি ত্রাণ কিংবা কোনো বরাদ্দের চালই নিজ বাড়িতে নিয়ে রাখার নিয়ম নেই। যত বরাদ্দ আসে এগুলো গোডাউন থেকে সরাসরি পরিষদের গোডাউনে নিয়ে রাখি। অনেক সময় সরাসরি বিতরণকৃত এলাকায় নিয়ে তালিকাভুক্ত লোকাদের হাতে তুলে দেই।
ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা ঘটনাস্থলে আসা সাংবাদিকদেরকে বলেন, জিআর বরাদ্দের চাল ইউপির গরিবদের মাঝে বিতরণের কথা। ইউপি এলাকায় যেহেতু চেয়ারম্যানরা বিতরণ করেন, আমি চিন্তা করেছি ইউপিতে না দিয়ে আমার বাসার আশপাশে শহরের লোকদের মাঝেদেব। সেই সুবিধার্থে বাসায় এনে রেখেছি।
চাঁদপুরের এডিসি (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। ইউএনওকে বলেছি তার তত্ত্বাবধানে চালগুলো ওই বাসা থেকে উদ্ধার করে উপজেলার গোডাউনে রাখার জন্য। তিনি গোডাউনে আনার ব্যবস্থা করেছেন। যদি গরিবদের দিতে হয় উপজেলা থেকেই দিতে হবে। তিনি কোন উদ্দেশ্যে বাসায় নিয়ে ত্রাণের চাল রেখেছেন এই বিষয়ে এখন বলতে পারছি না।
সূত্র: ডেইলী বাংলাদেশ…