ধলাই ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ট্রাক থেকে ভিজিএফের ৫৭০ বস্তা চাল লুটের ঘটনায় ডিলারসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার রাতে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। বিষয়টি নিশ্চিত করেন জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের।
এর আগে ওই দিন সকালে উপজেলার কালিগঞ্জ বাজারে ১০ টাকা কেজি দরের ৫৭০ বস্তা চাল লুট করে নেয় স্থানীয়রা। তবে আত্মসাতের চেষ্টা ব্যর্থ হয়ে ঘটনাটি ভিন্ন খাতে নিতে চালভর্তি ট্রাকে লুটপাট করা হয়েছে বলে ধারণা অনেকের।
মামলায় আসামিরা হলেন- মিলার শফিক আহমদ, উপজেলার খাসেরা গ্রামের ফয়জুর রহমানের ছেলে মানিকপুর ইউপির ডিলার জয়নাল আহমদ, উত্তর আইয়র গ্রামের আব্দুস সালামের ছেলে কসকনকপুর ইউপির ডিলার আব্দুল মুকিত, বারঠাকুরী ইউপির ডিলার আব্দুল আজিজ, কসকনকপুর গ্রামের আছদ্দর আলীর ছেলে ট্রাকচালক কামরুল ইসলাম, বারগাত্তা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হেলপার সইফ উদ্দিন, নগরকান্দি গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে দেলোয়ার হোসেন ও দেওয়ানের চক গ্রামের আব্দুল গফুরের ছেলে বিপ্লব আহমদ।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, লুটপাট শেষে ট্রাকে ৩৪৬ বস্তা চাল পাওয়া গেছে। চাল পাচারের অভিযোগে ও লুটপাটের ঘটনায় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। পরে মিলার শফিক আহমদকেও আটক করা হয়।