সীমান্তের দুই হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিল বিজিবি

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, মে ৭, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী করোনা দুর্যোগে কর্মহীন, গরিব, দরিদ্র-অসহায় দুই হাজার পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে ৫৯ বিজিবি।

বুধবার (০৬ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের উদ্যোগে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ ত্রাণসামগ্রী তাদের হাতে তুলে দেন। গত সোমবার থেকে পর্যায়ক্রমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, কোম্পানি ও বিওপি কমান্ডারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

বিজিবির রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, করোনা দুর্যোগে দেশের বিভিন্ন স্থানের মতো চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী অনেক পরিবার খাদ্য সঙ্কটের মধ্যে পড়েন। সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সঙ্কটে পড়া দুই হাজার পরিবারের মাঝে চাল-ডাল, তেল, লবণ, আটা, সুজি ও বিস্কুট বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বিজিবি সীমান্তরক্ষার পাশাপাশি সবপর্যায়ে করোনা দুর্যোগ মুহূর্তে যার যার জায়গা থেকে কর্মহীন, গরিব, দুস্থ ও অসহায় মানুষগুলোকে সহায়তা করে আসছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছানো হচ্ছে। সতর্ক থেকে সবাইকে একসঙ্গে নিয়ে করোনাযুদ্ধে জয়ী হব আমরা।