ধলাই ডেস্ক: করোনাকালীন সংকটের কথা বিবেচনা করে ঢাকা-চট্টগ্রাম রুটের ওয়ানওয়ের ভাড়া সর্বনিম্ন ১৯৯৯ টাকা নির্ধারণ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এই ভাড়া বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটের বাসভাড়ার সমান।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) মো. কামরুল ইসলাম জানান, যেকোনো পরিবহনের তুলনায় সময় বিবেচনায় ঢাকা-চট্টগ্রাম রুটে ইউএস-বাংলাই সর্বনিম্ন ভাড়ায় যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে।
ইউএস-বাংলা জানায়, স্বল্প পরিসরে অভ্যন্তরীণ রুটে আকাশপথে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ইউএস-বাংলা এয়ারলাইন্স সকাল ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে সকাল ৭টা ৫৫ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে প্রতিদিন ছয়টি ফ্লাইট পরিচালিত হবে।
জানা গেছে, বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে।
সরকারি নির্দেশনায় বর্তমানে চট্টগ্রাম ছাড়াও ঢাকা থেকে সৈয়দপুরে তিনটি এবং সিলেটে একটি ফ্লাইট পরিচালনা করছে। খুব শিগগিরই ঢাকা থেকে যশোর, কক্সবাজার, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনার প্রত্যাশা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।