অপপ্রচার করলেই ব্যবস্থা : কুয়েত রাষ্ট্রদূত

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: কুয়েতের বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা ও কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট তথ্য প্রচার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

শনিবার (১৩ জুন) দূতাবাসের এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ভিডিও বার্তায় রাষ্ট্রদূত আবুল কালাম বলেন, ‘বিভিন্ন ভুয়া নাম ঠিকানার ফেসবুক ও ইউটিউব থেকে কুয়েতের বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা ও কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। এসব তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে ফেসবুকে যেসব তথ্য দেয়া হচ্ছে, তা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এর সঙ্গে দূতাবাসের কোনো সম্পর্ক নেই। যারা ভুয়া আইডি থেকে এসব অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ও কুয়েত সরকারের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

তিনি এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।