ছাগল কামড়ানোর শাস্তি, বিষ প্রয়োগে ৪০ কুকুর হত্যা

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে যেন শুরু হয়েছে প্রাণী হত্যার ট্রেন্ড। কেরালার অন্তঃসত্ত্বা হাতি, গরু, জোড়া বাঘ, শিয়াল হত্যার ঘটনা প্রকাশ পায়। এতে নিন্দা ও প্রতিবাদের উত্তাপ দেশটির সীমানা ছাড়িয়ে পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়ে। এতো নিন্দার মধ্যেও আবারো ভারতে ছাগলকে কামড়ানোর অভিযোগে ৪০ টি কুকুরকে হত্যা করা হয়েছে।

সম্প্রতি ভারতের ওড়িষ্যার কটকের চৌধওর থানার মহঙ্গা এলাকায় এমন নিষ্ঠুর ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওই এলাকার বহ্মানন্দ মল্লিক নামের এক ব্যক্তির পোষা ছাগলকে কামড়েছিল কুকুর। এ ঘটনার প্রতিশোধ নিতে সড়কের বেওয়ারিশ সব কুকুরকে বিষ খাইয়ে হত্যা করতে ভারত মল্লিকের জন্য পরিকল্পনা করেন তিনি। যেই ভাবা, সেই কাজ।

তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এগোতে থাকে। পরিকল্পনার অংশ হিসেবে ছোট ছোট মাংসের টুকরার সঙ্গে বিষ মিশিয়ে কুকরদের খেতে দেন দুই জন। এতে ৪০ টি কুকুর বিষক্রিয়ায় ছটফট করে মারা যায়। এ ঘটনাকে বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন স্থানীয়রা।

এদিকে ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। এ খবর পেয়ে অভিযুক্ত ভারত ও বহ্মানন্দ মল্লিক পালিয়ে বেড়াচ্ছেন।

সূত্র:- নিউজ ১৮