স্টাফ রিপোর্ট : শস্য ভান্ডার খ্যাত মৌলভীবাজারের কমলগঞ্জে সরাসরি কৃষকের কাছ থেকে সরকারি ভাবে বোরো ধান কেনা শুরু করা হয়েছে।মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় ভানুগাছ খাদ্য গোদাম প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার উদ্বোধন করেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক,সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান,সমাজ সেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ তকবির হোসেন, সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান সহ কৃষি বিভাগ ও খাদ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় কৃষকগণ। প্রতি কেজি বোরো ধান কেনা হচ্ছে ২৬ টাকা দরে। সে হিসাবে প্রতি মণ ধানের দাম পড়ছে প্রায় ১০৪০ টাকা। খাদ্য অধিদফতরের স্থানীয় কর্মকর্তারা বলছেন, আরও আগে থেকেই বোরো ধান কেনার কথা ছিল। কিন্তু কৃষকের তালিকা তৈরি করতে একটু বিলম্ব হওয়ায় ধান কেনা শুরু করতে বিলম্বিত হয়। এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।এবারে একশত সাত টন ধান কেনার কথা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। এর আগে উপজেলার শমসেরনগর খাদ্য গোদামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।