বন্যা নিয়ে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
সংগৃহীত

ধলাই ডেস্ক: বন্যা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন।

বৈঠকে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, মানুষের যেন বন্যায় বেশি ক্ষতি না হয়, ত্রাণ পায়; সেদিকে নজর রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ৪ জুন জাতীয় চা দিবস পালনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।