বিনোদন ডেস্ক: দয়ালের ডাকে সাড়া দিয়েছেন তিনি। আর কোনো গান গাইবেন না এন্ড্রু কিশোর। প্রয়াত এই প্লেব্যাক সম্রাটের স্মরণে, তাকে উৎসর্গ করে গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গানটির শিরোনাম ‘সে গাইবেনা আর গান’।
‘ঘুমিয়ে গেছে গানের পাখি, গাইবে না আর গান, বুকের মাঝে পুষে রেখে জমা অভিমান, ও সে গাইবে না আর গান’- এমনই কথার গানটি লিখেছেন ও সুর করেছেন তরুন মুন্সী। গানটির সংগীত পরিচালনা করেছেন আহমেদ কিসলু।
আজ (২৪ জুলাই) বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে এই গান। এছাড়া গানটির অডিও শোনা যাবে ২৪৬৪৬ নম্বরে ডায়াল করে।
গান নিয়ে আসিফ আকবর বলেন, ‘ভাবিনি এন্ড্রু কিশোর দাকে উৎসর্গ করে কখনো গাইতে হবে গান। বিনম্র শ্রদ্ধা তার প্রতি। তিনি বাংলার অহংকার।’
এন্ড্রু কিশোরের সঙ্গে আসিফ আকবরের সম্পর্কটা ছিলো বড় ভাই ও ছোট ভাইয়ের মতো। এন্ড্রু কিশোরকে বড় ভাইয়ের মতই শ্রদ্ধা করতেন আসিফ। তার কাছে অনেক ভালো পরামর্শও পেতেন। প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে নিয়ে এমনই তথ্য দিয়েছেন বাংলা সংগীতের যুবরাজ আসিফ আকবর।
গত ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে শোক জানিয়েছেন। মৃত্যুর নয় দিন পরে চিরনিদ্রায় শায়িত হন গায়ক। প্রিয় এন্ড্রু কিশোরকে শ্রদ্ধা জানাতে এই গানটি গেয়েছেন আসিফ আকবর।