ধলাই ডেস্ক: করোনা সংক্রমণ প্রতিরোধে ৩১টি দেশের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। এই স্থগিতাদেশের কারণে কুয়েতগামী সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিৃবতিতে বলা হয়েছে, আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।
কুয়েতগামী যাত্রীদের পরবর্তী ভ্রমণের জন্য বিমানের হেল্পলাইন বা কল সেন্টার +8801777715613-16 এ যোগাযোগ করতে বলা হয়েছে।
এর আগে গতকাল শনিবার থেকে কুয়েতের বিমানবন্দর বন্ধের তথ্য জানান দেশটির সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালক।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে- ভারত, পাকিস্তান, মিশর, ফিলিপাইন, লেবানন, শ্রীলংকা, চীন, ইরান, ব্রাজিল, মেক্সিকো, ইতালি, ইরাকসহ আরো কয়েকটি দেশ।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর সক্ষমতার ৩০ শতাংশ নিয়ে বাণিজ্যিক ফ্লাইট চালু করবে। যা ধীরে ধীরে বাড়ানো হবে। মিশরের জাতীয় উড়োজাহাজ সংস্থা ইজিপ্ট এয়ারও ভূমধ্যসাগরীয় অঞ্চলে অর্ধেক পরিসরে প্লেন চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে।