আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করছে দেশটির জনগণ। চলমান এই পরিস্থিতির মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ।
রোববার দেশটির ক্ষমতাসীন সরকারের ব্যর্থতার দায় স্বীকার করে এই ঘোষণা দেন তিনি।
এক বিবৃতিতে দেশটিতে চলমান প্রেক্ষাপটে যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন মানাল। তিনি বলেন, বৈরুতের বিরাট বিপর্যয়ের পরে আমি পদত্যাগের ঘোষণা দিয়েছি। আমি ক্ষমা প্রার্থনা করছি কারণ আমি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারিনি।
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে রাস্তায় নেমেছেন দেশটির সাধারণ মানুষ। বিস্ফোরণের ওই ঘটনায় এখন পর্যন্ত ১৫৭ জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। গৃহহীন হয়ে পড়েছে ৩ লাখ মানুষ।
শনিবার লেবাননে বিক্ষোভে অংশ নেন অন্তত পাঁচ থেকে সাত হাজার মানুষ। এদিন বিস্ফোরণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বৈরুত বন্দরের শহীদ চত্বর থেকে বিশাল মিছিল বের করা হয়। বিক্ষোভের মধ্যে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে একটি দল লেবানিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করে। সে সময়ে তারা দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের ছবিতে আগুন ধরিয়ে দেয় এবং মন্ত্রণালয় দখলের ঘোষণা দেয়।
রেডক্রসের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিক্ষোভের সময় অন্তত ১১০ জন আহত হয়েছেন। এছাড়া আরো বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, লেবাননের পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব। টেলিভিশনের এক ভাষণে তিনি বলেন, আগাম সংসদীয় নির্বাচন ছাড়া আমরা দেশের কাঠামোগত সংকট থেকে বের হতে পারব না। বিষয়টি নিয়ে আগামী সোমবার মন্ত্রিসভায় আলোচনা হবে।
সূত্র- আল জাজিরা