সাগরের জোয়ারে বেড়েছে নদীর পানি, পটুয়াখালীতে ৫০ গ্রাম প্লা‌বিত

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: পটুয়াখালীতে সাগর উত্তাল হওয়ায় সব নদ-নদী‌তে জোয়া‌রের পা‌নি অস্বাভা‌বিকভা‌বে বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। ‌বে‌ড়িবা‌ঁধ তলিয়ে পা‌নি প্রবেশ কর‌ছে লোকাল‌য়ে। এরইমধ্যে প্লাবিত হয়েছে পটুয়াখালী শহ‌রসহ ৫০টি গ্রাম।

গত দুই‌দিন ধ‌রে পানিবন্দি  হয়ে আছে কয়েক লাখ মানুষ। জরুরি কা‌জে ঘর থে‌কে বের হ‌য়ে অ‌নে‌কেই আটকা প‌ড়েছে বি‌ভিন্ন খেয়াঘাট, ফে‌রিঘাটে।

এদি‌কে অস্বাভা‌বিক জোয়া‌রের তোড়ে ভেঙে গেছে সাগরকন‌্যা কুয়াকাটার বি‌ভিন্ন স্থান। বড় বড় ঢেউয়ে ঝাউবাগান, লেবুরচরের অ‌নেক গাছ উপ‌ড়ে পড়েছে। বৈ‌রি আবহাওয়ায় অ‌ধিকাংশ মাছ ধরার ট্রলার ম‌হিপুর ও আলীপুর মৎস‌্যবন্দ‌রে আশ্রয় নি‌য়ে‌ছে।

সরেজমিনে দেখা গেছে, রাঙ্গাবালী উপ‌জেলার চর‌মোন্তাজ, চরআন্ডাসহ বি‌ভিন্ন নিম্নাঞ্চল জোয়া‌রের পা‌নি‌তে প্লা‌বিত হ‌য়ে‌ছে। ফে‌রি চলাচল দীর্ঘক্ষণ বন্ধ র‌য়ে‌ছে গলা‌চিপার হ‌রি‌দেবপুর, ‌মির্জাগঞ্জের পায়রাগঞ্জ, বাউফ‌লের বগা এবং দুমকী উপ‌জেলার লেবুখালী ফে‌রিঘাটে। এতে সড়ক পথে যোগাযোগ বন্ধ ছিল ক‌য়েক ঘণ্টা। কলাপাড়া উপ‌জেলার লালুয়া, নিজামপুরসহ অ‌নেক গ্রাম প্লা‌বিত হ‌য়ে‌ছে।

পটুয়াখালী পৌরসভার নবাবপাড়া, জু‌বিলীস্কুল সড়ক, পুরাতন হাসপাতাল সড়ক, ম‌হিলা ক‌লেজ সড়ক, সি‌ভিল সার্জন অ‌ফিস, সড়ক ও জনপথ অ‌ফিস, নিউমা‌র্কেট পোস্ট অ‌ফিস সড়ক, শিমুলবাগসহ বি‌ভিন্ন সড়ক ও পাড়া মহল্লা হাঁটুপা‌নি‌তে প্লা‌বিত হ‌ওয়ায় চরম দু‌র্ভো‌গ পোহা‌তে হ‌চ্ছে পৌরবাসী‌দের।

পটুয়াখালীর ডিসি মতিউল ইসলাম চৌধুরী জানান, সাগর উত্তাল থাকায় জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে আছে। দিনে-রাতে দুইবার জোয়ার-ভাটা হচ্ছে। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগীদের জন্য খাদ্য ও আর্থিক সহায়তা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ…