ছড়িয়ে পড়েছে এসআই আকবর গ্রেফতারের গুঞ্জন

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
এসআই আকবর হোসেন ভূঁইয়া

ধলাই ডেস্ক: সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান আহমদ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সাময়িক বহিস্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন মিডিয়ায় প্রচার হচ্ছে। বিভিন্ন টেলিভিশনের স্ক্রলে এ তথ্য প্রচার করা হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো তথ্য দেয়নি।

পিবিআইয়ের প্রধান ডিআইজি বনোজ কুমার মজুমদার জানান, এসআই আকবর গ্রেফতারের খবরটি ভুয়া।

এর আগে, ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ। পরে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। এই ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে হেফাজতে মৃত্যু আইনে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী।

এরপর পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হলে রায়হানকে ফাঁড়িতে এনে নির্যাতনের প্রাথমিক প্রমাণ পায় কমিটি। এই তদন্ত কমিটির সুপারিশে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটুচন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত এবং এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহার করা হয়।

পরে মঙ্গলবার দুপুরে এই মা্মলায় কনস্টেবল টিটু দাসকে গ্রেফতার করে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ।

সূত্র: ডেইলী বাংলাদেশ…