নেদারল্যান্ডে স্টেশন ভেঙে বেরিয়ে এল মেট্রো

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। প্রচণ্ড গতিতে স্টেশনের ওয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসে ট্রেন। তবে সেখানে থাকা একটি তিমির ভাস্কর্যের লেজে বগি আটকে ওপর থেকে পড়ে যাওয়া থেকে রক্ষা পায় ট্রেনটি।

নেদারল্যান্ডের রটারড্যাম শহরে এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, ২০ বছর আগে মেট্রোরেলটির কাছে একটি পার্কে ওই তিমি মাছের ভাস্কর্যটি বানানো হয়। দুটি বড় তিমির মাছের দৈত্যাকার লেজ এই ভাস্কর্যের বৈশিষ্ট্য। এর একটি লেজ ট্রেনটিকে দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে।

এ ঘটনায় ট্রেনের চালক প্রাণে বেঁচে গেছেন। জানা গেছে, ট্রেনটিতে কোনো যাত্রী ছিল না। কেবল ওই চালকই ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনায় কিছুটা ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে ট্রেনটি কীভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, তা-ও জানার চেষ্টা চলছে।