কুমিল্লায় হোটেলে খাবার খেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ৭০ সদস্য হাসপাতালে

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী দায়িত্ব পালন করতে এসে হোটেলে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন পুলিশ, বিজিবি, আনসার বাহিনী সদস্যরা। বুধবার সন্ধ্যা থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০ জন অসুস্থ হওয়ার বিষয় নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র সহকারী এসপি (দেবীদ্বার ও ব্রাহ্মণপাড়া সার্কেল) আমিরুল্লাহ।

তিনি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে দায়িত্ব পালন করতে আসা বিভিন্ন বাহিনীর শতাধিক সদস্য ‘ইত্যাদি’ রেস্টুরেন্টে দুপুরের খাবার খান। এর কিছুক্ষণ পর থেকেই তাদের পেটে পীড়া দেয়। বিকেলের মধ্যেই অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, ফুড পয়জনিং-এর কারণে এ সমস্যা হয়েছে। আমরা সাধ্যমতো সেবা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে যারা গুরুতর অসুস্থ আছেন, তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পক্রিয়া নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।