হিমেল হাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ, কুয়াশাচ্ছন্ন সারাদেশ

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০

ধলাই ডেস্ক: সারাদেশেই একটু একটু করে বাড়ছে শীতের প্রকোপ। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ ভোর থেকেই ঘন কুয়াশার সঙ্গে বইছে কনকনে হিমেল হাওয়া।

এদিকে দেশের নদী অববাহিকায় আজ দুপুর একটা পর্যন্ত মাঝারি থেকে হালকা কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ কারণে দৃষ্টিসীমা তিনশ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

শুক্রবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।