সৌদি বন্দরে ‘বহিরাগত বস্তু’র আঘাতে তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জেদ্দা সমুদ্র বন্দরে ‘বহিরাগত বস্তু’র আঘাতে একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে যুদ্ধরত ইয়েমেনি বিদ্রোহীরাই ট্যাঙ্কারটিতে হামলা চালিয়েছে। তবে কোনও দল বা গোষ্ঠী এখনও এর দায় স্বীকার করেনি।

সোমবার এক বিবৃতিতে সিঙ্গাপুরভিত্তিক শিপিং কোম্পানি হাফনিয়া জানিয়েছে, সোমবার দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় বাহ্যিক বস্তুর আঘাতে বিডব্লিউ রাইন ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে এবং এর ফলে আগুন ধরে যায়।

বিবৃতিতে হাফনিয়া জানিয়েছে, বিস্ফোরণের কারণে ট্যাঙ্কার থেকে কিছুটা তেল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি এখনও পুরোপুরি নিশ্চিত নয়। কারণ, যান্ত্রিক পরিমাপকে তেলের স্তর আগের মতোই দেখাচ্ছে।

জানা যায়, গত ৬ ডিসেম্বর লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে বিডব্লিউ রাইনে প্রায় ৬০ হাজার টন গ্যাসোলিন তোলা হয়েছিল। বর্তমানে ট্যাঙ্কারটির ৮৪ শতাংশ পূর্ণ রয়েছে।

Saudi-2.jpg

ব্রিটিশ নৌবাহিনীর অধীনস্থ সংস্থা মেরিন ট্রেড অপারেশনস সব সামুদ্রিক জাহাজকে বাড়তি সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে। সৌদির বন্দরে বিস্ফোরণের ঘটনা তদন্ত হবে বলেও জানিয়েছে তারা।

এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি সৌদি কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন তেল স্থাপনায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একাধিক ঘটনা লক্ষ্য করা গেছে।

গত ২৫ নভেম্বর সৌদি আরবের শুকাইক বন্দরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় একটি গ্রিক ট্যাঙ্কার। এ ঘটনার জন্য ইয়েমেনি হুথি বিদ্রোহীদের দায়ী করেছিল সৌদি। যদিও হুথিরা এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

তবে গত ২৩ নভেম্বর জেদ্দায় সৌদির আরামকো তেল কোম্পানির একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছিল ইয়েমেনি বিদ্রোহীরা।

সূত্র: আল জাজিরা