‘‘প্রধানমন্ত্রী বরাবরে খোলাচিঠির জের- সাংবাদিক গায়েব! তথ্য প্রযুক্তি আইনে মামলা’’
জকিগঞ্জ প্রতিনিধি: সূত্র প্রকাশ: জকিগঞ্জ উপজেলা নিবাসী মো: নজরুল ইসলাম গত ৭ মার্চ ২০২০ তারিখে আঞ্চলিক পত্রিকা মারফত মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে খোলাচিঠির মাধ্যমে পত্র লেখক তার ও পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন করলে- দৈনিক জনকণ্ঠের সাংবাদিক মুস্তফা মানিক’কে সাদা পুলিশের লোকেরা উঠিয়ে নিয়ে যায়। সূত্রে প্রকাশ, দূর্ভাগা সাংবাদিক নজরুল ইসলাম ও তার পরিবারকে সহায়তা করার উদ্দেশ্যে তার পরিচালিত পত্রিকায় উক্ত ‘খোলাচিঠি’ প্রকাশ করে এবং এর দায়ে তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে জনগণ মনে করছে। পুলিশ সূত্রে জানা যায় যে, উক্ত ঘটনায় সাংবাধিক মুস্তফা মানিক ও পত্র লেখক মো: নজরুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মনে করে এ ঘটনায় অভিযুক্তরা স্থানীয় প্রশাসন ও পুলিশ’কে হেয় প্রতিপন্ন করতে চেয়েছে এবং এতে বিরোধীদলের মদত রয়েছে। পক্ষান্তরে জনগণ মনে করছে, এটি একটি রাজনৈতিক চাল, পুলিশ রাজনৈতিক নেতৃবৃন্দের ঈশারায় কাজ করছে মাত্র।