চট্টগ্রাম থেকে ভাসানচরের পথে আরো ১৪৬৪ রোহিঙ্গা

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তৃতীয় ধাপের দ্বিতীয় দফায় ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করেছে আরো ১৪৬৪ রোহিঙ্গা। দুপুর ১২টার মধ্যে তারা ভাসানচর পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব সংলগ্ন জেটি থেকে নৌবাহিনীর চারটি জেটি জাহাজযোগে এই রোহিঙ্গারা ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে।

এর আগে, শুক্রবার বিকেলে উখিয়া থেকে এই রোহিঙ্গাদের বাসে করে পতেঙ্গার শাহিন স্কুল অ‌্যান্ড কলেজ মাঠে স্থাপিত নৌবাহিনীর অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানে তাদের রাতের খাবার এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর সকালে ভাসানচরের উদ্দেশ্যে তাদের জাহাজে তোলা হয়।

এর আগে, গত বছরের ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় ধাপে ১৮০৪ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে গেছে। শুক্রবার তৃতীয় দফার প্রথম দিনে গেছে ১৭৭৮ জন।

ভাসানচরের রোহিঙ্গাদের জন্য উন্নত বসবাস, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, বিনোদন, হাঁস-মুরগি পালনসহ নানা সুযোগ সুবিধা নিশ্চিত করেছে সরকার।