ধুনটে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ার ধুনটে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি, ১০০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদ সড়কে এ ঘটনা ঘটে। পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ৩০ জানুয়ারী ধুনট পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক পরাজিত হন। পরাজয়ের নেপথ্যে এমপি গ্রুপের নেতাকর্মীদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমপি পক্ষের মহসীন আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। এর পর থেকেই উপজেলায় টানটান উত্তেজনা বিরাজ করে।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির অনুসারী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন কয়েকজন নেতাকর্মী নিয়ে উপজেলা পরিষদ সড়কে পৌঁছে। এ সময় এমপি পক্ষের লোকজন তাদের মারধর করে তাড়িয়ে দেয়। বিষয়টি ছড়িয়ে পড়লে উভয় পক্ষের নেতাকর্মীরা উপজেলা পরিষদ এলাকায় আধিপত্য বিস্তার নিতে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি, রাবার বুলেট নিক্ষেপ ও লাঠি চার্জ করা হয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

সূত্র: জাগো নিউজ…