ধলাই ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় একজনকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মান্নান।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত সুলতান মণ্ডলের বড় ভাই মনতাজ উদ্দিন, নজরুল ইসলাম মঞ্জু, আমির হোসেন, জাকির হোসেন, জালাল গাজি ও আজমত আলী শেখ। এর মধ্যে জালাল গাজি পলাতক। এছাড়া খালাস পেয়েছেন নাঈনুল ইসলাম।
আদালতের পিপি এসএম আবরাহাম লিঙ্কন জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ১৪ জানুয়ারি ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকায় ঘরের ভেতর শিশুসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা করেন আসামিরা।
নিহতরা হলেন- সুলতান মণ্ডল, তার স্ত্রী হাজেরা বেগম, মেয়ে রোমানা ও ছয় বছরের নাতনি আনিকা। হামলায় গুরুতর আহত হন সুলতানের মেয়ে মৌসুমি আক্তার।
এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা করেন সুলতানের ছেলে হাফিজুর রহমান। মামলার পর ছয় আসামিকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে, রায় শুনে পাঁচ আসামি বিক্ষুব্ধ হয়ে আদালতে কাঠগড়ার গ্লাস ভাঙচুর করেন। পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।