ধলাই ডেস্ক: বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে হাজেরা বেগম (৪৬) নামের এক নারী রাবার শ্রমিক নিহত নিহত হয়েছেন। বুধবার (১০ মার্চ) সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী গরুরলোড়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত হাজেরা বেগম উপজেলার গরুরলোড়াপাড়ার বাসিন্দা মো. নুরুল আলমের স্ত্রী।
হাতির দল স্থানীয় ফারুকের খামার বাড়ি ভাঙচুর ও কৃষক আমির আলীর ফসল নষ্ট করে।
আজিজনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ‘এখনো হাতিগুলো এলাকায় অবস্থান করায় স্থানীয়রা আতঙ্কে আছেন। যে কোনো মুহূর্তে তাণ্ডব চালিয়ে জান ও মালের ক্ষতিসাধন করতে পারে।’
লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার জানান, হাতির আক্রমণে নিহত হাজেরা বেগমের পরিবার ও ক্ষতিগ্রস্তদেরকে বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়া হবে।