এক ঘণ্টা দেরিতে অক্সিজেন আসায় চিকিৎসকসহ আটজনের মৃত্যু

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মে ২, ২০২১
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লীতে করোনাভাইরাস ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রাজ্যটিতে করোনায় সংক্রমণ ও মৃত্যু এখন লাগামহীন। তারই মধ্যে ঘটলো মর্মান্তিক আরেকটি ঘটনা। এক ঘণ্টা দেরিতে অক্সিজেন হাসপাতালে পৌঁছানোয় চিকিৎসকসহ একে একে আটজন করোনা রোগী মারা গেছেন।

শনিবার দুপুরের দিকে দিল্লীর বাত্রা হাসপাতালে এসব মর্মান্তিক মৃত্যু হয়।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, দিল্লীর বাত্রা হাসপাতালে অক্সিজেনের ঘাটতির বিষয়টি কয়েকদিন ধরে প্রকাশ্যমান। এ নিয়ে গত ১১ দিন ধরে হাইকোর্টে শুনানিও চলছে। কিন্তু তারপরেও হাসপাতালে চাহিদামতো অক্সিজেন পৌঁছায়নি।

এ অবস্থায় শনিবার দুপুর ১টায় হাসপাতালটিতে একে একে আটজন রোগী মারা যান। তারও অন্তত ঘণ্টাখানেক পর হাসপাতালটিতে অক্সিজেনের ট্যাঙ্কার পৌঁছায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে হাসপাতালে অক্সিজেন পুরোপুরি ফুরিয়ে যায়। তবে অক্সিজেনের ট্যাঙ্কার পৌঁছায় দুপুর দেড়টার দিকে। অর্থাৎ, অন্তত ১ ঘণ্টা ২০ মিনিট বিনা অক্সিজেনে পড়েছিলেন হাসপাতালের ২৩০ জন রোগী।