ধলাই ডেস্ক: রাজশাহীতে মারুফ হাসান (৭) নামের এক শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন সৎ মা মুক্তা বেগম (২৫)। কিন্তু খুনের দায় থেকে বাঁচতে জিনে মেরে ফেলেছে বলে প্রচার করেন তিনি। এরপর তড়িঘড়ি করে মরদেহ দাফনের প্রস্তুতি নেয়া হয়।
শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে মরদেহ দাফনের আগ মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজে (রমেক) হাসপাতালের মর্গে পাঠায় তারা।
এর আগে শুক্রবার রাতে শিশুর মা মারুফা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, মারুফের মায়ের অভিযোগের ভিত্তিতে শিশুটির বাবা শাহাজাহান আলী (৪৫) ও সৎমা মুক্তা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে পুলিশ।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তা বেগম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। স্বামীর সহযোগিতায় শুক্রবার ভোরে বালিশচাপা দিয়ে শিশু মারুফকে তিনি হত্যা করেন বলে জানিয়েছেন।
শনিবার (১ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।