সহযোগিতার হাত বাড়িয়ে দিন কমলগঞ্জ প্রেসক্লাবের ভবন কাজে

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, মে ৩০, ২০২১

স্বাধীনতার পর থেকেই কমলগঞ্জের সাংবাদিকতার চর্চা শুরু হয়। তার পর থেকে সাংবাদিকদের স্বপ্নছিল একটি স্থায়ী প্রেস ক্লাব ভবন নির্মান। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয় ২০১৭ সালে। ভানুগাছ বাজারস্থ ১০ নং পয়েন্টে দান এবং ক্রয়কৃত ৫ শতক ভূমিতে প্রেসক্লাব ভবন নির্মাণ কাজ শুরু হয়। তারই ধারাবাহিকতায় বর্তমান কমিটির নেতৃত্রে এবং নির্মাণ কমিটির আহবায়ক এর তত্বাবধানে দ্রুতগতিতে এগিয়ে চলছে প্রেস ক্লাব নির্মাণ কাজ। ইতি মধ্যে ফ্লোর ঢালাই সহ দ্বিতীয় তলার ছাদ ঢালাইর কাজের প্রস্তুতি চলছে।

প্রেসক্লাব ভবনের  অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে এখনও অনেক টাকার প্রয়োজন। দেশ-বিদেশের অবস্থানরত সকল দানশীল ও বিত্ত্ববানদের সদয় দৃষ্টি আকর্ষন করছি। ইতিমধ্যে দেশের এবং প্রবাসের অনেকেই ৫০ হাজার/১ লক্ষ টাকা দিয়ে দিয়ে আজীবন ও দাতা সদস্য হয়েছেন। তাই আসুন যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কমলগঞ্জের সাংবাদকর্মীদের লালিত স্বপ্ন ও সাড়ে তিন লাখ মানুষের ভরসাস্থল বাস্তবায়নে অংশীদার হই।

আহবানক্রমে-

ধলাইর ডাক টোয়েন্টিফোর ডট কম।