
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে পাঁচ মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক নারী।
বৃহস্পতিবার ভারতের ছত্তিসগড় রাজ্যের মহাসমুদ্র জেলায় এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে।
পুলিশি তদন্তের প্রাথমিক সূত্রে জানা গেছে, স্থানীয় বেমচা গ্রামের বাসিন্দা উমা সাহু নামের ৪৫ বছর বয়সী এক নারীর সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। ঘটনার দিন রাতের বেলা সেই নারী তার পাঁচ মেয়ে অন্যপূর্ণা (১৮), যশোদা (১৬), ভূমিকা (১৪), কুমকুম (১২) ও তুলসি (১০) –কে নিয়ে বাড়ির কাছে রেললাইনে গিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন।
ভোরের দিকে এ ঘটনা জানাজানি হলে পুলিশ মরদেহগুলো ময়না তদন্তের জন্য নিয়ে যায়। আত্মহত্যার ঘটনায় বর্তমানে তদন্ত চলছে বলে স্থানীয় পুলিশের এএসপি মেঘা তেম্ভুকার জানিয়েছেন।