কমলগঞ্জ প্রতিনিধি: সম্মেলনের প্রায় দেড় বছর পর কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তিন বছর মেয়াদি (২০১৯-২২) ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী লীগ। এতে মো. আছলম ইকবাল মিলন সভাপতি এবং এডভোকেট এ এস এম আজাদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান এ কমিটির অনুমোদন দেন।
পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে মো. ফজলুল হক বাদশা, মো. সিদ্দেক আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন তরফদার, অধ্যক্ষ নুরুল ইসলাম, মো. আব্দুল মছব্বির, অশোক বিজয় দেব কানুনগো কাজল, অধ্যাপক হারুন-অর রশীদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব তরফদার, খন্দকার আহমদ হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল হান্নান, অধ্যক্ষ হেলাল উদ্দিন, মো. ইফতেখার আহমদ বদরুল, আইন বিষয়ক সম্পাদক পদে এডভোকেট আমিরুল ইসলাম পংকী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আব্দুল মন্নান (১), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আব্দুল বাছিত, দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল মন্নান (২), ধর্ম বিষয়ক সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন (১), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোসাহীদ আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মনির হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আকবর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে এডভোকেট রোকশানা আক্তার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট এএসএম মাহফুজুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ধীরেন্দ্র কুমার ধর, শ্রম সম্পাদক পদে গরনা অলমিক, সাংস্কৃতিক সম্পাদক পদে বলরাম সিংহ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক পদে সম্পাদক সাব্বির আহমদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক পদে পৌর মেয়র মো. জুয়েল আহমদ, জুনেল আহমদ তরফদার, এডভোকেট ছানোয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক পদে হামিদুল হক চৌধুরী বাবর, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জয়নাল আবেদীন (২), কোষাধ্যক্ষ মো. সোলেমান মিয়ার নাম রয়েছে।
এ ছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, এম মোসাদ্দেক আহমেদ মানিক, মো. আব্দুল লতিফ, মো. মহিউদ্দিন, কালিপদ দেব, মো. আসিদ আলী, বদরুজ্জামান চৌধুরী জহির, মো. আব্দুল আলী, মো. ছাদ আলী, রুপেন্দ্র সিংহ, কবির হোসেন হুছন, সীতারাম বীন, দয়া শংকর কৈরী, রাসেল মতলিব তরফদার ফখরু, মো. সাহেদুল আলম, পারুল কুরাইয়া, তাজুদ আলী, মো. সেলিম মিয়া, মো. রেজা উদ্দিন, মুজিবুর রহমান, সাইফুল ইসলাম শামীম, রাম ভজন কৈরী, আব্দুল গফুর (মেম্বার), আশরাফুজ্জামান অপু, মো. ফারুক আহমদ, আশরাফুল হক বদরুল, আলতাফুর রহমান আলতু, মোস্তফা কামাল, মো. খলিলুর রহমান, আব্দুল মালিক বাবুল, মো. মাসুক আহমদ, রুবিনা আক্তার, নারায়ণ মল্লিক সাগর, করুনা শর্মা। উল্লেখ্য, দীর্ঘ একযুগ পর ২০১৯ সালের ৯ই নভেম্বর কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর প্রায় দেড় বছর পর এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়। নতুন এ কমিটি উপজেলা আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করবে বলে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী আশা প্রকাশ করছেন।