কমলগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রবাসী ও লস্করপুর এলাকাবাসীর পক্ষ থেকে অসহায় কর্মহীন দেড় শতাধিক পরিবার মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জুলাই) সকালে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাদ লুৎফুর রাজ্জাক চৌধুরী’র সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা সজিব আহমদ চৌধুরীর সঞ্চালনায় পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ সুলতানা বেগম লাইলী, শিক্ষক মাও এবাদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী মনির মিয়া, মুকিছ মিয়া, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান শিমুলসহ ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণে আর্থিকভাবে সহযোগিতা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার এক্সাইজ ও ভ্যাট বিভাগ এর উপ কমিশনার (কাস্টমস্) লস্করপুরের কৃতি সন্তান ফখরুল আমিন চৌধুরী, বিশিষ্ঠ শিক্ষানুরাগী আব্দুল মালিক, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ময়না মিয়া, সাইদুর রহমান শিমুল, রুপালী লাইফ ইনসুরেন্স কুলাউড়া জোনাল ইনচার্জ শাহিন আহমদ, বিশিষ্ট সমাজ সেবক মকুল আহমদ, ভূকশিমইল ইবতেদায়ী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক নাজমুল আহমদ।
উল্লেখ্য ঈদ উপহার বিতরণ কর্মসূচি শেষে এলাকাবাসীর পক্ষ থেকে কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় লস্করপুর এলাকার কৃতি সন্তান মোঃ ফখরুল আমিন চৌধুরী ও স্বদেশ সফর শেষে পুণরায় প্রবাস গমন উপলক্ষে সৌদি আরবের বিশিষ্ঠ ব্যবসায়ী সাইদুর রহমান শিমুল কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।