কমলগঞ্জে এ্যাসাইনমেন্টের নামে বিদ্যালয়ে শিক্ষার্থীদের জড়োঃ ফেইসবুকে ভাইরাল হলো গাদাগাদির ছবি
কমলগঞ্জ প্রতিনিধি: কঠোর লকডাউন উপক্ষো করে এসাইনমেন্ট বিতরণ করতে শতাধিক শিক্ষার্থীদের জড়ো করলো স্কুল কৃর্তপক্ষ। শ্রেনী কক্ষের বেঞ্চে গাদাগাদির করে বসার অবস্থার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়ভাবে। স্কুল বন্ধ অবস্থায় এত শিক্ষার্থীদের জড়োর বিষয়টি সর্বত্র আলোড়ন সৃষ্টি করেছে। শনিবার ২৪ জুলাই কমলগঞ্জ উপজেলার পতনউষার স্কুল এন্ড কলেজে এমন ঘটনাটি ঘটেছে।
সরকার করোনা মহামারি নিয়ন্ত্রণে ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে। লকডাউনের এই সময়ে সকল প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট বিতরণ চলছে। সরকারের নির্দেশনায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের জড়ো করা নিষেধ হলেও উপজেলার পতনউষার স্কুল এন্ড কলেজে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের প্রচন্ড ভিড় লক্ষ্য করা যায়। শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে এসাইনমেন্ট জমা ও নিতে উপস্থিত হলে শিক্ষার্থীদের শ্রেনী কক্ষে গাদাগাদি করে প্রতিটি বেঞ্চে শিক্ষার্থীদের বসানো হয়। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হতে দেখা যায়। এতে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় পর্যায়ে। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্কুলের অভিভাবক তোয়াবুর রহমান, রহমত আলী,আফরোজ আলী সহ স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, আসলে বর্তমান এই সময়ে গ্রামগঞ্জে করোনা মহামারী ব্যাপক আকার ধারণ করেছে। ঘরে ঘরে সর্দি, জ্বর, কাশি রয়েছে। উপজেলায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা পাওয়া যাচ্ছে। এ অবস্থায় বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের নিয়ে গাদাগাদি করা মোটেও সমীচিন নয়।
পতনউষার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়েজ আহমদ বলেন, আসলে এ্যাসাইনমেন্ট বিতরণের সময় শনিবার শিক্ষার্থীদের কিছুটা ভিড় ছিল। বারন করা হয়েছে।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন বলেন, এ্যাসাইনমেন্ট বিষয়ে কারো কাছ থেকে ফি নেয়া যাবে না। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।