ধলাই ডেস্ক: শরীয়তপুর সদর উপজেলায় একটি ট্রাক বেইলি ব্রিজ ভেঙে নিচে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শ্রমিক। মঙ্গলবার সকালে উপজেলার কুরাশি বালারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন ব্যাপারী শরীয়তপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামের মনির উদ্দিন ব্যাপারীর ছেলে।
আর আহতরা হলেন- শরীয়তপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামের সাদেম আলী সরদারের ছেলে মজিবর সরদার, হাশেম শিকদারের ছেলে আবু তাহের শিকদার, গোলাপ খানের ছেলে ছনেট খান ও আব্দুর রহমান হাওলাদারের ছেলে দেলোয়ার হাওলাদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরীয়তপুর সদর থেকে আসা পাথর ভর্তি একটি ট্রাক নড়িয়া উপজেলার দিকে যাওয়ার পথে কুরাশি বালারবাড়ি একটি বেইলি ব্রিজে উঠলে ব্রিজ ভেঙে পড়ে। নিচে ১০জন শ্রমিক কাজ করতে ছিল। ট্রাকটি নিচে পড়লে নয়ন নামে একজন শ্রমিক ঘটনাস্থলে নিহত হন।
এ সময় আরো চারজন মারাত্মক আহত হন। আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি মো. আক্তার হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গাড়ির চালক ও হেলপার পালিয়েছে।