আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান দখলের অংশ হিসেবে এবার রাজধানী শহর কাবুলেও প্রবেশ শুরু করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠি তালেবান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তালেবান এ খবর জানিয়েছে।
রোববার পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ দখলের পরপরই কাবুলের দিকে অগ্রসর হয় তারা।
দোহায় এক তালেবান নেতা জানিয়েছেন, যোদ্ধাদেরকে সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। আর যারা কাবুল ত্যাগ করতে চায়, তাদেরকে নিরাপদে চলে যেতে দেয়ার ব্যবস্থা করার নির্দেশও দেয়া হয়েছৈ।
প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার প্রতিরোধ গড়ে তুলবে না আত্মসমর্পণ করবে, তা নিশ্চিত নয়।
এর আগে তালেবান বাহিনী জালালাবাদ ও খোশত প্রদেশের রাজধানী দখল করে। এর ফলে আফগান সরকারের হাতে থাকে কেবল রাজধানী কাবুল ও ৩৪টি প্রদেশের মধ্যে মাত্র ৫টি প্রদেশের রাজধানী।
এদিকে তালেবান অপ্রতিরোধ্যভাবে অগ্রসর হওয়ায় কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে সব কূটনীতিক, কর্মকর্তা, কর্মচারীসহ সকল মার্কিন নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট তালেবানদের হুমকি দিয়ে বলেছেন, আফগানিস্তান ছাড়ার অপেক্ষায় থাকা মার্কিনিদের ওপর কোনো ধরণের হামলা চালালে তার জন্য তালেবানকে চরম মূল্য দিতে হবে।
সূত্র: আল-জাজিরা