কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ঐতিহ্যবাহী সামাজিক সংঘটন আল-ফালাহ সোসাইটির মাধবপুর এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে। গত ২৩ আগস্ট-সোমবার সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত মাধবপুর নোয়াগাঁও মাদ্রাসা প্রাঙ্গণ সহ স্থানীয় কয়েকটি স্পটে বিভিন্ন প্রজাতির ২ শতাধিক বৃক্ষের চারা রোপণ করা হয়।
আল-ফালাহ সোসাইটি’র সম্মানিত সভাপতি মাধবপুর নোয়াগাঁও মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা খালেদ বিন শাওক্বী, মাওলানা আব্দুল হক্ব, ইমাম নোয়াগাও জামে মসজিদ, সোসাইটির সহ সভাপতি হাফিজ রেজাউল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক কে এম আতিক আহবাব, সহ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মাওলানা মুবাশশির আলী লস্কর, মাওলানা মাসরুর আহমদ, মাওলানা সালমান আহমদ, ক্বারি শামিম আহমদ, জনাব কামাল বকস, সহ সকল সদস্যবৃন্দের মাধ্যমে উক্ত কর্মসূচি সম্পাদিত হয়েছে।
এসময় প্রজেক্ট ওয়ান মিলিয়ন প্লান্টেশন এর প্রতিনিধি হিসেবেও দায়িত্ব আঞ্জাম দেন সোসাইটির সভাপতি মাওলানা হুছাইন আহমদ খালেদ বিন শাওক্বী। সমন্বয়কের দায়িত্বে ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখা পরিচালক জুনাইদ আহমদ শ্রীমঙ্গলী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রজেক্ট ওয়ান মিলিয়ন প্লান্টেশন এর স্বপ্নদ্রষ্টা জনাব সাখাওয়াত হুসাইন রুবেল। আল্লাহ তায়ালা সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন। এবং আমৃত্যু খেদমতে খালক্বের সাথে সম্পৃক্ত রাখুন।