কাবুল বিমানবন্দরে আইএসের হামলায় ২৮ তালেবান যোদ্ধাসহ নিহত ৯০

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১
সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ভয়াবহ বোমা হামলায় ১৩ মার্কিন সেনা ও ২৮ তালেবান যোদ্ধাসহ অন্তত ৯০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালেবানের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের আবে ফটকে জোড়া বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি। নিহতদের মধ্যে ২৮ তালেবান সদস্যের পাশাপাশি ১৩ মার্কিন সৈন্যও রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের ওই কর্মকর্তা বলেন, হামলায় মার্কিনিদের চেয়েও বেশি আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের ২৮ সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। এদের প্রায় সবাই বিমানবন্দর এলাকায় নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী জোড়া বিস্ফোরণে ৯০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

জঙ্গিগোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, আইএস-এর একজন আত্মঘাতী বোমা হামলাকারী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে থাকা অনুবাদক ও সহযোগীদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়েছে।

অন্যদিকে বেসামরিক আফগানদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করছে তালেবান। তীব্র নিন্দা জানিয়েছে তালেবান বলছে, মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা স্থানে বিদেশি সেনাদের উপস্থিতিতে এ হামলা হয়েছে। সংগঠনটি আরো বলছে, বিশ্ব সম্প্রদায়ের উচিত বেসামরিক আফগানদের লক্ষ্য করে চালানো এ হামলার নিন্দা জানানো।

অপরদিকে, এ হামলায় ১৩ মার্কিন সৈন্য নিহতের ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।